সংক্ষিপ্ত ইতিহাস
অখন্ড বাংলার উত্তর জনপদে শিক্ষার আলো জ্বালানোর জন্য রংপুর এবং এর নিকটবর্তী এলাকার মানুষের উদার মনোবৃত্তির ফলশ্রুতি আজকের ‘গঙ্গাহরী উচ্চ বিদ্যালয়’। ১৯৯৪ সালে ১.০০ একর জমির ওপর সম্পূর্ণ নিজস্ব আঙ্গিকে মৃত. আলহাজ্ব আব্দুস সাত্তার মাষ্টার এ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
ইতোপূর্বে ১৮২৮ সালে জনশ্রুত অনুযায়ী ১৯৯৪ সালে এর শিখন কার্যক্রম শুরু হয়। অনেক সমস্যার মধ্য দিয়ে বিদ্যালয়টি উন্নতির পথে অগ্রসর হয়। কিছুদিনের জন্য প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসেবে পরিচালিত হয়।
পরবর্তীতে ২০১১ সালে গঙ্গাহরী উচ্চ বিদ্যালয় মাধ্যমিকের স্বীকৃতি অর্জন করে ।
বিদ্যালয়টি জন্মলগ্ন থেকেই অনেক দেশবরেণ্য জ্ঞানী-গুণী ব্যক্তির লালনভূমি হিসেবে স্বাক্ষর বহন করছে।
গঙ্গাহরী উচ্চ বিদ্যালয় ১৯৯৪ সাল থেকে দিবা শিফটে পরিচালিত হচ্ছে। সুদক্ষ ও বিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক শ্রেণি পাঠ্যক্রমিক শিক্ষায় বিদ্যালয়ের সুনাম দেশজুড়ে। সর্বমোট ১২ জন সহকারি শিক্ষক, ০১ জন সহকারি প্রধান শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়।
অভিভাবক-শিক্ষক সমাবেশ, নিয়মিত ছাত্র সমাবেশসহ সুশৃঙ্খল শিক্ষাদানের পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে গঙ্গাহরী উচ্চ বিদ্যালয় আশাব্যঞ্জক ভূমিকা রেখে আসছে।